You are currently viewing Fear of Abandonment

Fear of Abandonment

  • Post comments:0 Comments

Fear of abandonment হল অপ্রতিরোধ্য কিন্তু অযৌক্তিক ভয় যার কারনে একজন মানুষ মনে  করেন তার ভালবাসার লোকেরা তাকে শারীরিক এবং/অথবা মানসিকভাবে ছেড়ে চলে যাবে।

ছেড়ে চলে যাওয়া বা পরিত্যাগের ভয় একটি জটিল বা কষ্টের ঘটনা যা ক্ষতি এবং ট্রমা সহ বিভিন্ন নেতিবাচক অভিজ্ঞতা থেকে শুরু হতে পারে। এই  ভয় কেন  তৈরি হয় এর পিছনের কারণগুলোর মধ্যে জ্ঞান এবং মানসিক ক্ষমতার স্বাভাবিক বিকাশে বাধা, অতীত সম্পর্কের সাথে চ্যালেঞ্জ এবং অন্যান্য সমস্যাযুক্ত সামাজিক ও জীবনের অভিজ্ঞতা অন্যতম। সাধারনত অনেকেই Fear of abandonment সমস্যায় ভুগে থাকেন কিন্ত বুঝতে পারেন না। তাই আপনার আশেপাশের সবাইকে এই ব্যাপারে সচেতন করেন আর বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য সাজেশন দিন। WSIF এর মাধ্যমেও আপনি পছন্দের প্রফেশনালের কাছথেকে মানসিক স্বাস্থ্য সেবা পেতে পারেন।

Leave a Reply