শেক্সপিয়রের নাটকে ওথেলো ছিলো সঙ্গীর দিকে সন্দেহ বাতিকগ্রস্থ, তাই আচরণগত এই সমস্যার নাম দেয়া হয়েছে ওথেলো সিন্ড্রোম।এই সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তির ব্যবহার তার স্ত্রী বা স্বামীর জীবন অতিষ্ঠ করে তোলে। অনেকেই বুঝতে না পেরে মুখ বুজে সহ্য করে যান। এতে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, শারীরিক ও মানসিক ক্ষতিও হয়। তাই এই সিন্ড্রোমের লক্ষণগুলো জেনে রাখা উচিত। কেউ যদি সঙ্গীর আচরণে এসব লক্ষন খুঁজে পান অবশ্যই পেশাদার কাউন্সিলরের পরামর্শ নিন।
কাউন্সেলিং সম্পর্কিত যেকোন ব্যাপারে Women Support Initiative Forum – WSIF এ ইনবক্স করুন।