You are currently viewing Life at Covid

Life at Covid

  • Post comments:0 Comments

আমি খুবই আরামপ্রিয় মানুষ বরাবরই। মাত্র ৪-৫ বছর আগেও আমি ডিউটিতে যাওয়ার সময় সবকিছু অগোছালো করে রেখে যেতাম,মা গুছিয়ে রাখতেন।এসে আবার তছনছ করতাম।

গত কয়েক বছর থেকে গুছিয়ে রাখার অভ্যাসটা অনেক কষ্টে আয়ত্ত করতে হয়,কারণ বাসার বুয়া প্রায়ই নিখোঁজ হয়ে যেতেন।🙄🙄

যেসময় বুয়া কয়েকদিনের জন্যে এই যেমন ৪-৫ দিন বা ১০-১৫ দিন থাকতেন না,বাসার কাজ মা মেয়ে মিলে করতাম। কিন্তু করতে গিয়ে নাভিশ্বাস উঠতো।মনে হতো এভাবে কিভাবে চলবো???

গত একমাসেরও বেশি কিছু দিন থেকে বুয়াকে ছুটি দিয়েছি। leave with pay.(আমরাই পাইনা 😂😂)

এই এক মাসের রুটিন এরকম।

সপ্তাহে দুই দিন ২৪ ঘন্টা করে ডিউটি, বাসায় বাকি ৫ দিন সকালে উঠে থালা বাসন- হাড়ি পাতিল ধোয়া, কাপড় ধোয়া,ঘর ঝাড়ু-মোছা আর অসংখ্য বার স্প্রে করতে থাকা। আজকে গুনে দেখলাম বাসার করিডর প্লাস ডাইনিং এর এই স্পেসটা ২৭ ফুট*১১ ফুট। প্রতিদিন এই পিচখানা মুছতে হয়। সাথে আমার রুম,ড্রয়িং রুম।

হাসপাতাল থেকে যেদিন আসি সেদিন তো কেল্লা ফতে!!! এক বালতি কাপড় থাকে ডিউটির কাপড় সহ।

হাতের চেহারা সেইরকম হয়েছে।

রান্নাবান্নায় আমার বরাবরই অনীহা।সুতরাং এই সেকশন আমার না,মা’র।

কথা এখানে বিরক্ত বা টায়ার্ড হওয়া নিয়ে না।

There is an interesting realization actually.

অন্যসময় হলে বুয়া না থাকায় পাগল হয়ে যেতাম।

মনে হতো helping hand ছাড়া চলছে না। কিন্তু এই এক মাস কাজ করছি,মাথায় একটা কথাই কাজ করে।চলছে ভালোই,চলবে ইন শা আল্লাহ।

আর কিছু না হোক,অন্তত মন থেকে অনেকখানি পজিটিভ হতে শিখছি।

শুধু মাঝে মাঝে হঠাৎ হাঁচি দিতে গিয়ে দৌড় দিয়ে রুমে আসি।😀😀

এই রুটিনের সাথে খাবার পরিমিত খাওয়া। ফলাফল সুস্থ আছি,ওজনও বাড়ছে না।😁😁

অনেকের রান্না দেখে মাঝে মাঝে শখ জাগে experiment এর।তার ফলাফল দেখে হতাশ হয়ে বলি,নাহ আর নতুন কিছু করবো না। গোলাপজাম বানাতে গিয়ে দেখি,বাইরে ফিটফাট ভেতরে পাত্থর। কয়েকটা দিয়ে তো টেনিস খেলা যাবে।😣😣

জিলাপির চেহারা দেখে স্বয়ং জিলাপিও লজ্জা পাবে মনে হয়।

তাই আর অপচয় করার চিন্তা না করে টুকটাক যা জানা আছে তা-ই বানাই।😁

আল্লাহর নাম নিই সময়মতো যথাসাধ্য।

দেয়ালে রং দেওয়ার সম্ভাবনা এই বছর নাই বুঝতে পেরে দেয়াল আঁকার প্রজেক্ট নিয়েছি।

পড়ার বইগুলো পার্ট করে ফেলছি।

পড়ি।

গল্পের বই,পড়ার বই।

Angels and Demons এখনো শেষ হয়নি যদিও 🙄🙄

নেটফ্লিক্স আছে,দেখি।

এইতো কেটে যায় দিন।

ব্যস্ততায়।

তবুও হঠাৎ হুট করে আতংক ভর করে।

একটাই চাওয়া কাজ করে,সবাই সুস্থ হোক,স্বাভাবিক হোক সবকিছু।

ভালো থাকুন আপনজন, ভালো থাকুন প্রিয় মুখগুলো।

ভালো থাকুক পৃথিবী।

Dr. Nazmun Naher Khan

SWMCH 2005-06

Leave a Reply