সরকারি ভাবে MPH করা যায় NIPSOM & BSMMU থেকে। এ ছাড়াও DMC, RMC, SSMC তে কিছু সিট আছে শুধু মাত্র কমিউনিটি মেডিসিনের জন্য।
কোর্স সম্পর্কে ও চান্স পাবার জন্য ডিটেইলস কিছু তথ্য শেয়ার করছি
১.সিলেবাস~
পরীক্ষার সিলেবাসই একদম ফিক্সড থাকেনা। বিগত প্রশ্নের আলোকে সবাই একটা মোটামুটি আইডিয়া নিয়ে পড়াশুনা করলে ভাল রেসাল্ট আসে, আনুমানিক একটা আউটলাইন দিচ্ছি আমি-
-ইংলিশ – ২০ নাম্বার
-কমিউনিটি মেডিসিন- (৬০-৭০)নাম্বার
√পাবলিক হেলথ রিলেটেড- (৫-১০)নাম্বার
– কারেন্ট এফেয়ার্স/জেনারেল নলেজ- (৩-৫)নাম্বার
-স্বাস্থ্য খাতে সরকারের উদ্যোগ/অবদান- (২-৩)নাম্বার
– বৈশ্বিক (১/২)
২.পরীক্ষা পদ্ধতি~
মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়।
সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট (৯০মিনিট)
প্রশ্নের ধরনঃ প্রতিটি প্রশ্নের ৫ টি স্টেম থাকে, True/False সংবলিত
নাম্বার বন্টনঃ প্রতিটি সঠিক উত্তরে জন্য (+০.২০), ভুল উত্তরের জন্য (-০.০৫) এবং ফাঁকা রাখার জন্য ০(শূণ্য) নম্বর যুক্ত হবে
৩.ডিসিপ্লিন(সাবজেক্ট)+ইন্সটিটিউট লিস্ট~
সর্বমোট ১০ টি ডিসিপ্লিন আছে(৯ টি এমপিএইচ, ১টি এমফিল-পিএসএম)।
(i)Epidemiology (BSMMU+NIPSOM)
(ii)Reproductive and Child Health–RCH (BSMMU+NIPSOM)
(iii)Community Medicine (NIPSOM+DMC+SSMC+MMC+CMC+RMC+Dhaka Community MC)
(iv)Hospital Management (NIPSOM)
(v)Occupational and Environmental Health (NIPSOM)
(vi)Health Promotion and Health Education (NIPSOM)
(vii)Health Service Management and Policy (NIPSOM)
(viii)Community Nutrition (NIPSOM)
(ix)Non-Communicable Diseases (NIPSOM) (২০২২ সালে প্রথম ব্যাচ ভর্তি হয়েছে)
(x)M.Phil- Preventive and Social Medicine (NIPSOM)
Hospital management, Health service management policy, Health education Health promotion, community nutrition এই বিষয় গুল তে ডাক্তারের পাশাপাশি নার্স, ফিসিওথেরাপিষ্ট, ইউনানি, ইন্ডিযেনাস মেডিসিন ব্যাকগ্রাউন্ড এর সবাই এপ্লাই করতে পারেন।
আগানী কয়েক বছরের মধ্যে আরোও ৯ টি নতুন ডিসিপ্লিন এড হবে ( প্রস্তাবিত) কাজ চলছে।
৪.ডিসিপ্লিন+ইন্সটিটিউট চয়েস~
একজন পরীক্ষার্থী সর্বোচ্চ একটি ডিসিপ্লিন এবং সর্বোচ্চ ৩ টি ইন্সটিটিউট(এভেইল্যাবিলিটি থাকা সত্ত্বে) চয়েস করতে পারেন। উল্লেখ্য, এখন পর্যন্ত(২০২২) শুধুমাত্র ‘Community Medicine’ ছাড়া আর কোনও ডিসিপ্লিনের জন্য ৩টি ইন্সটিটিউট চয়েস করা যায়না, কারন এভেইল্যাবল নেই। বিস্তারিত ওয়েভসাইটে পাওয়া যায় পরীক্ষার আগের নোটিশে।
৫.প্রস্তুতি/পড়াশোনার ধারনা~
-Park’s Textbook of Preventive and Social Medicine [এটাই প্রস্তুতির জন্য মূল বই ]
-Rashed kabir Haidar sir’s text book
-English grammar synonym, antonym, analogy
-Solving questions of previous years from guide
-Information about Recent/Ongoing Public Health related Govt. Projects.
-Matrix/ Phrenic/ nexus MPH guide (to solving questions of previous years with explanation.
আমি মোটামুটি একটা অভারঅল আইডিয়া দিতে চেষ্টা করেছি। BSMMU & NIPSOM এর website এ আরো ডিটেইলস তথ্য দেওয়া আছে।
পরীক্ষা পদ্ধতি দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে, সাথে কম্পিটিশনও। তাই ডিটেইলস পড়াশুনার কোন বিকল্প নেই। টেক্সট বই মাস্ট চান্স পাবার জন্য। সত্যি কারের প্যাশন থাকলেই কেমন পাব্লিক হেলথে আসা উচিত, তাই সিদ্ধান্ত নিন যে আসলেই এই ফিল্ডকে ভালবাসেন কিনা।
সবার জন্য শুভ কামনা থাকল।