আধুনিক জীবনযাত্রা আমাদের মধ্যে এমন জটিলতা সৃষ্টি করেছে যার ফলে আমরা মাঝে মাঝে মানসিক চাপ অনুভব করি। প্রায় মনে হয় কাউকে একটু মনের কথাগুলো খুলে বলি , “আর পারছি না!”…. অথবা, “কি করলে মনে একটু শান্তি পাবো?” কিন্তু তখন মনের কথাগুলো বলার মতো কিংবা আমাকে বুঝবে এমন কাউকে পাশে পাওয়া যায় না। ঠিক এই সময় আমাদের একজন counsellor এর কাছে যাওয়া উচিত। একজন কাউন্সিলর নিরপেক্ষভাবে আপনার কষ্ট গুলো মনোযোগ দিয়ে শুনেন এবং তা কিভাবে লাঘব করা যায় সেই উপায়গুলো বলেন। আপনাদের সকলের প্রিয় ও ভরসার জায়গা Women Support Initiative Forum – WSIF এখন পর্যন্ত ১২০০ টি one-to-one কাউন্সেলিং সহ নানারকম মেন্টাল হেলথ সচেতনতা বিষয়ক কাজ চালিয়ে যাচ্ছে। আসুন আমরা একজন কাউন্সিলর এর কাছে থেরাপি নেওয়ার সুবিধাসমূহ জেনে নেই কমেন্ট বক্সে। আর আপনাদের কারো যদি দরকার হয় অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে।
