Benefits of Volunteering

  • Post comments:0 Comments

পেশাগত ও ব্যক্তিগত কাজের পাশাপাশি কিছু কাজ আছে যেটাতে আপাতদৃষ্টিতে আমাদের কোনো স্বার্থ নেই কিন্তু সমাজ ও ব্যক্তিবিশেষের উপকার হয়। যেমন, এই গ্রুপটিতে প্রতিদিনই হেল্পসিকিং পোস্টগুলিতে সাইকোলজিস্ট, টিম মেম্বার ও গ্রুপ মেম্বাররা পরামর্শ দিয়ে থাকেন। এটা সম্পূর্ণই স্বেচ্ছাশ্রম বা ভলান্টিয়ারিং, কিন্তু অনেক নারী এর মাধ্যমে উপকৃত হচ্ছেন। একটু চিন্তা করলেই দেখবেন ব্যক্তি ও সমাজের উপর এরকম কাজগুলোর প্রভাবটা কতটা গুরুত্বপূর্ণ! একটি কমিউনিটিতে যেকোনো সমস্যায় প্রথম ভূমিকা রাখেন কিন্তু ভলান্টিয়াররাই। যেমনটি রানা প্লাজা ট্রাজেডিতে আমরা দেখেছি। কিছু স্টাডিতে দেখা গেছে যে, ভলান্টিয়ারিং মানসিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ডিপ্রেশন, অতিরিক্ত চিন্তা ইত্যাদি দূরে রাখতে সাহায্য করে। আপনি যদি আপনার পেশার সাথে সম্পর্কিত ক্ষেত্রে ভলান্টিয়ার করেন আপনার দক্ষতা বৃদ্ধিতেও অনেক উপকার পাবেন। পাশাপাশি অন্যের জন্য কিছু করার যে আনন্দ পাবেন সেটা তো অমূল্য।

benefits of volunteering

Leave a Reply