• Post comments:0 Comments

আমার বয়স ত্রিশ, পেশা চিকিৎসক, এক বাচ্চার মা। আমার বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে। বিয়ের তিনবছর পর সে আমাকে বলছে সে নাকি আমাকে মন থেকে কখনোই ভালোবাসতে পারে নাই। এখন সে আরেকজনকে ভালোবাসে। আমার সাথে কয়েকমাস সে ভালো করে কথা বলে না। আমার শ্বশুর গত হয়েছিলেন কয়েকমাস আগে। আমি ভেবেছিলাম সে শোকে আছে। কিন্তু সে যে অন্য কারো প্রতি দুর্বল আমি স্বপ্নেও ভাবিনি। এখন আমাদের বেডরুম আলাদা। পারতপক্ষে আমরা কথা বলি না। সে বলেছে আমাদের প্রতি দায়িত্বে হেলা করবে না। শুনে আমার শুধু ঘেন্না লাগছে। আমার বাচ্চার গায়ে ব্রোকেন ফ্যামিলির ট্যাগ লাগাতে চাই না। আবার এরকম অসুস্থ পরিবেশে ও বড় হোক সেটাও চাই না। বিয়ে-বাচ্চা সব মিলিয়ে ক্যারিয়ারে একটা বড় গ্যাপ পড়ে গেছে। ক্যারিয়ারে ফিরতে হবে খুব দ্রুত বুঝতে পারছি। কিন্তু পড়তেই পারছি না। স্পেশালিটি চেঞ্জ করব কিনা দ্বিধায় আছি। বাচ্চার মা বাবা দুই জনের ভূমিকা নিতে হলে সার্জন হওয়ার স্বপ্নটা কি মেরে ফেলব? কিন্তু টাকারও তো প্রয়োজন। কি করব আমি?

Solution by an expert

আপনি একজন চিকিৎসক এবং খুবই সম্মানজনক পেশার অধিকারী আপনি। আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনি আপনার need টাকে আইডেন্টিফাই করতে পেরেছেন  কাজেই  self-value create করেন দেখবেন আপনিই পারবেন। আপনার মধ্যেই আছে  সে শক্তি  যার মাধ্যমে  নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন  ।

অথবা প্রয়োজনে একজন কাউন্সেলর এর কাছে পরামর্শ নিন।

Leave a Reply