২০১৮ সালের আগস্ট মাস।
নিজের বাসার ড্রয়িং রুমের ডোর ম্যাটে স্লিপ খেয়ে ৯৭ কেজি ওজনের সম্পূর্ণ ভর হাঁটুর উপর চলে যায়।
প্রথম দুই সপ্তাহ চলে যায় বুঝতে বুঝতে যে এটা সাধারণ কোন পা মচকানো না। যখন MRI তে আসে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে, তখনও স্যারের আশা ছিলো যে ব্রেস দিয়ে হয়তো বেঁচে যাবো সে যাত্রায়। নাহ,রক্ষা হয়নি। ফলস্বরূপ ২০১৮ এর নভেম্বর মাসে হাঁটুর উপর ছুরি-কাঁচির আঘাত। ছবিটি অপারেশন এর ১ সপ্তাহ পরের
অপারেশন এর পরে ঝাড়া দেড় মাস দুই ক্রাচ দিয়ে তারপর আরও ২ মাস এক ক্রাচ দিয়ে হাঁটা।ব্যান্ডেজের ভেতর থেকে কি পরিমাণ ব্যথা যে বের হতো!!! স্যার বললেন,”ওজন কমাও নাহলে কোনদিন স্বাভাবিক ভাবে হাঁটতে পারবে না।”
ওই যে বলে না দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কথা?
আমার সেই সময়টা তেমনই ছিলো।
আর সেজন্যেই এই একটা হোঁচট আমার জীবন নিয়ে চিন্তাভাবনা পাল্টে দিলো পুরোপুরি।
তখন থেকেই শুরু আমার সামনের দিকে পথ চলা,হার না মেনে।
By: Dr Nazmun Naher Khan