আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। যারা শ্যামলা অথবা কালো তাদের সবারই একটি কথা জীবনে একবার হলেও শুনতে হয়েছে আর তা হলো মেয়ে নিশ্চয় তার বাবা/মা-র মতো হয়েছে। আমিও শুনেছি। মোটামুটি অনেকবারই শুনেছি। আমরা তিন বোন। আমার বাকি দুই বোনই ফরসা। তখন আমার বাসায় কোন গেস্ট আসলে বলতো মেঝ মেয়েটা কার মতো হয়েছে। এক সময় আর ভালো লাগতো না এই প্রশ্নটা শুনতে। তাই কেউ আসলে আমি দেখা করতে চাইতাম না। কিন্তু আমার মা কখনোই আমাকে বলে নাই যে এইটা দাও ফরসা হবা বা ওইটা মাখো রঙ উজ্জ্বল হবে। বরং কেউ যদি বলতো মেয়েকে এইটা সেটা মাখতে বলেন, আম্মু পাল্টা জবাব দিত যে ওনার মেয়ের ফরসা হওয়া ছাড়াও অন্য কাজ আছে। এইবার আসি বিয়ের পরের কথা। যদিও আমাকে বিয়ে দিতে কোন সমস্যা হয় নাই আমার বাবা মার। আলহামদুলিল্লাহ। হয়তো যাকে বিয়ে করেছি তার আমাকে মানুষ হিসেবেই ভালো লেগেছে। কিন্তু কিছু কিছু মানুষ ঠিকই কথা শুনিয়েছে। যেমন একজনতো আমার ননদকে বলেছে তোমার ভাইয়ের বউতো আগের চেয়ে ফরসা হয়ে গেসে, ও কি মাখে তুমিও মাখো। আগের চেয়ে সুন্দর হয়ে গেসে, তুমিও খাওয়া দাওয়া করো, তুমিও সুন্দর হয়ে যাবা। আরও কত কি। তখন আমার ননদ আমার হয়ে কথা বলেছে। কিন্তু সবসময় মা, ননদ থাকবে না যে আমার হয়ে জবাব দিবে। আমারটা আমাকেই জবাব দিতে হবে। কিন্তু তা কথা দিয়ে নয়। কাজ দিয়ে বুঝাতে হবে। যাই হোক। মানুষের দৃষ্টিভংগি বদলাতে না পারলে এইসব কথা বলতেই থাকবে। আজকে আমি শুনছি কালকে আমার মেয়ে শুনবে। তাই এমন ভাবে নিজেকে গড়ে তুলতে হবে যেন মানুষ এইসব কথা বলার আগে সেকেন্ড বার চিন্তা করে। নিজেকে সাবলম্বী করে তুলতে হবে।
Shared by Group Member Rifat Alina