আমরা অনেকেই নতুন পরিবেশে যেয়ে খাপ খাওয়াতে বেশ অসুবিধা বোধ করি। বাবে বারে মনে হয়, এখানে না এলে বরং ভাল হত। এ ধরনের মানুষদের কেউ কেউ অসামাজিক ট্যাগ দিয়ে ফেলেন। কিন্তু আসলে হয়ত মানুষটি রীতিমত নিজের সাথে যুদ্ধ করছে নিজেকে ঐ জায়গায় বা ঐ কাজে মানিয়ে নিতে। মানিয়ে নেয়ার এ ধরনের বিড়ম্বনা যদি অহরহই ফেইস করতে হয় আপনাকে, তাহলে এই লেখাটি আপনার জন্যই।