ভাই- বোনের প্রতিদ্বন্দ্বিতা বলতে আমরা ভাইবোনের প্রতিযোগিতা বুঝি। এছাড়া এটাকে ভাইবোনের মধ্যে ঈর্ষা বা লড়াইও বলা যায়।ভাই বোনের প্রতিদ্বন্দ্বিতার অনেকগুলো কারণের মধ্যে একটি বড় কারণ হচ্ছে পরিবারে দুটি বা তার বেশি বাচ্চা থাকা ।তবে পিতা-মাতা তাদের বাচ্চাদের প্রতিযোগিতা, হিংসা এবং লড়াই থেকে দূরে রাখতে তাদেরকে সহায়তা করতে পারেন।
বাচ্চাদের মধ্যে ভাই-বোনদের প্রতিদ্বন্দ্বিতার লক্ষণগুলি খুঁজে পাওয়ার সহজ।
কয়েকটি লক্ষণ হচ্ছে-
● পরিবারের কোনো নতুন সদস্যের প্রতি হিংস্র হওয়া বা তাকে আঘাত করা।
● ক্রমাগত ভাই বোনদের মধ্যে মৌখিক বা শারীরিক লড়াই।
● ক্ষুদ্রতম বিষয়ে হতাশা দেখানো।
● বাচ্চাদের মত করে কথা বলা।
● ক্রমাগত বড়দের মনোযোগ আকর্ষণের চেষ্টা
এছাড়া আরো বিভিন্ন কারণ রয়েছে ভাই-বোনদের প্রতিদ্বন্দ্বিতার। দীর্ঘমেয়াদি কিছু প্রভাব রয়েছে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। ভাইবোনদের মধ্যে দীর্ঘমেয়াদি প্রভাব গুলি তাদের জন্য নেতিবাচক হতে পারে-
● বিশেষ করে যেসব ভাই বোন তাদের বড় ভাই বা বোন দ্বারা পারিবারিকভাবে নির্যাতনের শিকার হয়েছিল, সেক্ষেত্রে ভবিষ্যতে পারিবারিক সম্পর্ক সহ বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে।
● তারা আত্মসম্মানবোধ হারিয়ে ফেলতে পারে।
● তারা অতীতের প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে অন্য লোকদের বিচার করে।
● তাদের নিজস্ব যে ব্যাক্তিত্ব সেটাতে প্রভাব বিস্তার করে।
ভাই বোনদের প্রতিদ্বন্দ্বিতা কি শুধুই খারাপ জিনিস?? উত্তর হলো- না।
ভাইবোনদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সব সময় খারাপ না। মাঝে মাঝে এই প্রতিদ্বন্দ্বিতায় তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব, তাদের মানসিক সুস্থতা এবং তাদের সম্পর্কের উন্নয়নে সহায়তা করে যদি এটি স্বাস্থ্যকর উপায়ে হয়।
প্রতিদ্বন্দ্বিতা দূর করার উপায়
সন্তানদের মেনে নিতে হবে যে বাবা-মার কাছে প্রতিটি সন্তানের সমান এবং ভাই বোন প্রত্যেকে একেকজন একেকটি স্বভাবের অধিকারী হয়। কেউ চুপচাপ হতে পারে, কেউ বা অনেক বেশি কথা বলতে ভালোবাসতে পারে সুতরাং এটা মেনে নিয়ে যদি আমরা আগাতে পারি তাহলে ভাইবোনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা এটা ইতিবাচক হবে এবং একটি তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে।
পরিস্থিতি বেশি খারাপ হলে সেক্ষেত্রে একজন প্রফেশনাল থেরাপিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে অতীত ও বর্তমানের অনুভূতি ,সমস্যা সমাধানে সহায়তা করতে পারে।
নাঈমা ইসলাম অন্তরা
সাইকোলজিস্ট
Women Support Initiative Forum (WSIF)