অনেককে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গী এতো দুর্ব্যবহার করে, এতো মানসিক যন্ত্রণা দেয় যে এই সম্পর্ক
আর বয়ে নিতে পারছিনা। কিন্তু এখান থেকে সরেও আসতে পারছিনা কারণ আমি তাকে অনেক ভালোবাসি! তাকে
ছাড়া থাকা সম্ভব না।’
এটাকে বলা হয় ট্রমা বন্ডিং।
ট্রমা বন্ডিং হলো এমন এক পরিস্থিতি যেখানে ব্যক্তি একটা এবিউজিভ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে
চাইলেও পারেনা। এর সবচেয়ে খারাপ প্রভাব হলো, এবিউজারের প্রতি ভিক্টিমের ইতিবাচক মনোভাব থাকা।
কোনো সম্পর্কে যখন ভালোবাসা এবং এবিউজ দুটোর সংমিশ্রণ ঘটে তখন ট্রমা বন্ডিং তৈরি হয়। সম্পর্ক
যতই তিক্ত হয়ে উঠুক না কেনো প্রতিবার ভালোবাসা এবং কেয়ারিং পাওয়ার পর ভিক্টিম আবারও তার সঙ্গীর
প্রতি দূর্বল হয়ে যায় ফলে সরে আসতে পারেনা।
এ ধরনের সম্পর্কে একটা প্যাটার্ন থাকে সেটা হলো এবিউজ এবং ইতিবাচক শক্তির ব্যবহার(positive
reinforcement). দুর্ব্যবহার বা খারাপ কিছুর পর এবিউজার আবার এমনভাবে সঙ্গীর কাছে অনুশোচনা প্রকাশ
করে এবং আর না করার প্রতিজ্ঞা করে তাতে ভিক্টিম বিশ্বাস করে যে নিশ্চয়ই সে ঠিক হয়ে গেছে, এমন
পরিস্থিতি আর হবেনা।
ভিক্টিম যতই বিশ্বাস করুক তার সঙ্গী তাকে ভালোবাসে এবং একসময় সব ঠিক হয়ে যাবে তাতে আসলে কিছুই
পরিবর্তন হয়না। এটা সাইকেল আকারে চলতেই থাকে। তাই সম্পর্কে থাকাকালীন সঙ্গী যদি বারবার এবিউজ
করতেই থাকে যতদ্রুত সম্ভব সে সম্পর্ক থেকে সরে আসাই হলো সঠিক সমাধান।
Written by
Asma Islam
Intern Psychologist
Women Support Initiative Forum- WSIF