You are currently viewing Conversion disorder

Conversion disorder

  • Post comments:0 Comments

Conversion disorder এমন একটি মানসিক সমস্যা যেখানে মানসিক কারণে ব্যক্তির মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় (যেমন, চোখে দেখতে না পারা/ হাঁটতে না পারা), এসব সমস্যার পেছনে কোনো শারীরিক কারণ খুঁজে পাওয়া যায় না, এবং সাধারণত যে ট্রমা বা দুশ্চিন্তার কারণে এ সমস্যাটি শুরু হয়েছিল, তা ঠিক হয়ে গেলে, ব্যক্তিও শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে।  আজকে আমরা জানবো কিভারে এই সমস্যাটিকে নিয়ন্ত্রণে আনা যায়ঃ ✔️আসল কারণ খুঁজে বের করাঃ প্রথমে লুকায়িত কারণ যেমনঃ হতাশা, উদ্বেগ ইত্যাদি খুঁজে বের করে তার সমাধান করতে হবে।  ✔️স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাঃ প্রতিদিন ১০ থেকে ৩০ মিনিট করে মেডিটেশন বা যোগব্যায়াম করলে এক্ষেত্রে অনেক উপকার পাওয়া যাবে।  ✔️শারীরিক পরিশ্রম করাঃ প্রতিদিন ৩০ মিনিট হাঁটা বা ঘরের কাজ, যেকোনো কায়িক পরিশ্রম উপকারে আসবে।  ✔️কাজের চাপ নিয়ন্ত্রণে রাখাঃ কেবল কাজ কাজ করে নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা না করে, কাজের সাথে জীবনের সব কিছুর একটা ভারসাম্য বজায় রাখতে হবে।  ✔️অন্যদের সাহায্য নেয়াঃ পরিবার, বন্ধুবান্ধব বা সহকর্মীদের সাহায্য পেলে, এ সমস্যাটি থেকে বের হয়ে আসা অনেক সহজ হয়ে যায়৷  ✔️পেশাদার চিকিৎসা গ্রহণঃ যদি সবকিছুর পরেও সমস্যা নিয়ন্ত্রণে না আসে, তাহলে অবশ্যই যথাযথ চিকিৎসা নিতে হবে, যেমন cognitive behaviour therapy/psychotherapy/physical therapy বা সমন্বিত চিকিৎসা। 

যেকোন ধরনের কাউন্সেলিং থেরাপির জন্য ইনবক্স করুন @WSIF পেজে।

Leave a Reply