You are currently viewing প্রবীণদের দুশ্চিন্তা দূর করতে যা করতে পারি

প্রবীণদের দুশ্চিন্তা দূর করতে যা করতে পারি

  • Post comments:0 Comments

প্রবীণদের মধ্যে বিষন্নতার হার ধীরে ধীরে বাড়ছে। বয়স যত বাড়ে ক্রমান্বয়ে কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি হ্রাস পায়। সাথে যোগ হয় ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, আর্থরাইটিসসহ নানা শারীরিক সমস্যার জটিলতা । অবসর নেয়ার পর গৃহবন্দী জীবন, সন্তানদের অনুপস্থিতি ও ব্যস্ততা, আত্মীয়-বন্ধু -পার্টনারের মৃত্যু মানসিক চাপ তৈরি করে। এক সময়ের দায়িত্বশীল, কর্মব্যস্ত মানুষটির করার মত কাজ থাকে না। তার কথাগুলি শোনার মত লোক থাকে না। তখনি শুরু হয় বিষন্নতার। পরিবারের প্রবীণ ব্যক্তিটির প্রতি কেমন হবে আচরণ করলে বিষন্নতা কাটানো সম্ভব সেটি আসুন জেনে নেই।

Leave a Reply