Blog
বাংলা
This section includes different interesting stories, write ups shared by the amazing women of WSIF community over the period of two years. These were mostly based on their own experiences and life-style. The concept behind these blog posts are mainly exchanging ideas, sharing knowledge and empowering each other in the community through peer support method.

Whataboutism
গত কয়েকদিন থেকে এই জিনিসটা খুব বাজেভাবে এক্সপ্রেসড হচ্ছে।আগে থেকেই ছিলো কিন্তু সোশাল মিডিয়ায় অনেক কিছুর ভিড়ে ঢাকা পড়ে যেতো। কিন্তু এই কোভিড সিচুয়েশনে অনেক বড় ইস্যু হয়ে যাচ্ছে বিষয়টা। for example, ১.আমরা কয়েকজন মিলে রাস্তার কুকুর বিড়ালদের খাবারের ব্যবস্থা করেছিলাম মাঝে লকডাউনের সময়।এখনো গ্রুপের ওরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও

The beginning of the story of a person turning around their life
💟💟💟💟💟💟💟💟💟💟 একজন মানুষের (কোন মেয়েমানুষ বা নারীর নয়) ঘুরে দাঁড়ানোর গল্পের শুরু… 💟💟💟💟💟💟💟💟💟 ♦কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে আমরা সংকোচ বোধ করি,কুন্ঠিত হই। নিজেদের মধ্যে রেখে দিতে পছন্দ করি। আমি সেই দিক দিয়ে নিজেকে অনেকাংশেই আলাদা মনে করি।কারণ আমার কোনকিছু লুকাতে ভালো লাগেনা,মিথ্যে বলতে আমি পছন্দ করিনা। আর আমার

We don’t have that “Y-CHROMOSOME”
আমি সাম্যের গান গাইতে আসিনি। সেটা কেবল বছরের ওই একটা দিনেই মানায়,ঐ যে নারী দিবস যাকে বলে!!! কিংবা নজরুলের কবিতায় শব্দটা বড় বেশি মানানসই, বিদ্রোহী কবি বলে কথা!!! নারীরা বুদ্ধদেবের চারুমতি হতে গেলে কিংবা শেষের কবিতার লাবণ্য হলেই যত ঝক্কি! দিন শেষে তাকে নীলাম্বরি,কালোকেশি,সুদর্শনা বেশেই ফিরতে হয়। দুধে আলতা রং,কাজল

Do you know why girls want to be independent?
মেয়েরা কেনো ইন্ডিপেন্ডেন্ট হতে চায় জানেন? কারন ছোটবেলা থেকেই তারা ডমিনেটেড হতে থাকে, “তুমি পারবানা,তোমার ভাইয়াকে করতে দাও” “মুরগির রান টা তোমার ভাইয়ের জন্য রাখো” “মাছের বড় পিস টা নিওনা ওইটা তোমার ভাইয়ের জন্য” “একা যেওনা, তোমার ভাই তোমাকে দিয়ে আসবে” প্রতিটা ফ্যামিলি ই কিন্তু চায় মেয়ে পড়ালেখা করুক, প্রতিষ্ঠিত

Raise your sons strictly
খুব ছোটবেলায় বুঝতে না শেখার বয়সে পাশের বাসার ফার্মাসিউটিক্যালসের দারোয়ান বিকালে খেলতে বের হলে ফ্রকের নীচে হাত ঢুকাতে চেষ্টা করতো, চিতকার করতে করতে দৌড়ে পালাতাম। পালিয়ে আর যাবো কোথায়? বাসাতেই ছিলো গ্রাম থেকে ঢাকায় পড়তে আসা মামা, আরও মামা আবার মাঝে মাঝে ঘুরতে আসা খালুও। সবসময় নিস্তার পাওয়া যেতো না।

Innumerable Neeha
#নীহা, #অসংখ্য নীহা, #যাকে বা যাদেরকে সম্মান দিতে সমাজকে কুন্ঠিত হতে হয় সবসময়। (বেশ লম্বা পোস্ট, ধৈর্য্য আবশ্যক). মেয়েটির নাম নীহা।ছোটবেলায় নানা অনেক শখ করে ডাকতেন নীহারিকা, সংক্ষেপে নীহা। নিজ আলোয় জগৎ আলোকিত করার মতো কেউ না হলেও নিজ ভুবন আলোকিত করার মতো একটি মেয়ে। শিক্ষিত, স্বাবলম্বী, আত্মবিশ্বাসী একজন মেয়ে,দেশের

My Weight Loss Journey
৯৭->৭২ এর যাত্রা। ১ বছরে। আমি কোন ফিটনেস এক্সপার্ট না,ডায়েটিশিয়ান ও না। সুতরাং পোস্টে বা ইনবক্সে ডায়েট চার্ট না চাইলে আপনাদেরই লাভ।🙂 বয়সটা ৩২ এর কোঠায়। ফিট থাকতে হলে আরো ১০ কেজি ঝাড়তে হবে। এই বছরটা টার্গেট করেছি।দেখা যাক কি হয়। এই পর্যন্ত আসার পেছনে কাজ করেছে যে ফ্যাক্টরগুলো সেগুলো

Othello syndrome
ওথেলো সিনড্রোম(ইংরেজি: Othello syndrome) এক ধরনের মনোরোগ যা মনোবিদ্যায় প্যাথলজিক্যাল জেলাসি বা ডিলুশনাল জেলাসি বা মরবিড জেলাসি নামে পরিচিত। এই রোগে কোনো প্রমাণ ছাড়াই ব্যক্তির মনে বদ্ধমূল ধারণা জন্মে যে তার সঙ্গী বা সঙ্গিনীর অন্য কারো সাথে সম্পর্ক করছে।এবং এই সন্দেহের বশবর্তী হয়ে তারা নানারকম অস্বাভাবিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য আচরণ

Life at Covid
আমি খুবই আরামপ্রিয় মানুষ বরাবরই। মাত্র ৪-৫ বছর আগেও আমি ডিউটিতে যাওয়ার সময় সবকিছু অগোছালো করে রেখে যেতাম,মা গুছিয়ে রাখতেন।এসে আবার তছনছ করতাম। গত কয়েক বছর থেকে গুছিয়ে রাখার অভ্যাসটা অনেক কষ্টে আয়ত্ত করতে হয়,কারণ বাসার বুয়া প্রায়ই নিখোঁজ হয়ে যেতেন।🙄🙄 যেসময় বুয়া কয়েকদিনের জন্যে এই যেমন ৪-৫ দিন বা

My kitty helping me with my mental illness
আমার খুব ইচ্ছা ছিল বিড়াল পালার কিন্তু আম্মু পছন্দ করেনা দেখে সাহস পাইনি। একদিন আমার সাইকাট্রিস্ট বললেন পেট রাখার। পরে সাহস করে বিড়াল পালা শুরু করলাম। পুটুকে আমি দত্তক নিয়েছি এক ভাইয়ার থেকে এপ্রিল মাসের মাঝামাঝি। ও কালো দেখে সবাই প্রথমে ওকে মেনে নিতে পারেনি তার উপর করোনার আতঙ্ক। পরে

How I have dealt with covid
বাসায় ছোটদুইটা বাচ্চা থাকার জন্য আমার ভাই ভাবী শুরু থেকেই প্রচন্ড কেয়ারফুল ছিল।ফুল প্রটেকশন নিয়ে ভাইয়া উইকে একদিন বের হয়েছিল বাসার জিনিসপত্র কেনাকাটার জন্য। সেই ভাইয়া জখন বলছে গলা ব্যাথা গা গরম তখন প্রাথমিক ভাবে মাথাতেই আসেনি এইটা কোভিড হতে পারে।১৭তারিখে ভাইয়ার রিপোর্ট পজেটিভ আসে, তখন আমি ২/৩ সেট কাপড়

Health condition after healing from covid
ফিজিক্যাল কিছু ইসু নিয়ে আমি বেশ ভোগান্তিতে আছি, এতো শারিরীক স্ট্রেস এর পরেও মনে হল দুইলাইন লিখি গ্রুপে জদি কারো উপকারে আসে । আমি কোভিডে ভুগেছি ভয়াবহ ভাবে। কোভিডের ট্রিটমেন্ট গাইডলাইনে সব সময় ব্রিদিং এক্সেরসাইজ এর কথা বলা ছিল।আমি Wsif এর ইয়োগা সেসনে এসে ( গতবছর জুন মাসের সেসন)প্রথম

One claustrophobic plus partially hydrophonic persons short story
ঝড়,অন্ধকার,পানি এবং এক claustrophobic plus partially hydrophonic মানুষের অল্প কিছু কথা,কিছু খন্ড খন্ড গল্প ———– ঘটনা-১ঃ ছোটবেলায় পুকুরে নামানো হয়েছিলো সাঁতার শেখানোর জন্য। বয়স তখন ৭-৮। পানিতে হঠাৎ করে এক ডুব দিয়ে দিলাম।আর ঠিক সেই মূহুর্তের চারপাশের যে শুনশান নীরবতা ছিল, সেটাতে প্রচন্ড রকমের প্যানিক হয়ে গেলাম।সেই শেষ। আর নামা

The story of getting myself back in 5 years
৫ বছরের উত্থান, ৫ বছরে নিজেকে ফিরে পাওয়ার উপাখ্যান। ******************* বন্ধ দরজার পেছনের মেয়ে, তুমি কি বুঝতে পারছো আজ আর প্রতিটি মূহুর্তে দুঃস্বপ্ন তোমাকে তাড়া করেনা? তোমার অনুভূতিটা চরম ভোঁতা হয়ে যাচ্ছে আজকাল। যেটা আসলে ভালো এক দিক থেকে। আজ আর তাই কান্না ঝরে না সহজে। মানুষের অবহেলা কষ্ট দিলেও

Build Your Childs Self Image
‘Self Image’ শব্দটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত। এর আক্ষরিক অর্থ যদি করি তবে দাঁড়ায় ‘নিজের ছবি’। আমরা তো নিজের ছবি সবাই-ই দেখি–ফোনে, কম্পিউটারে, পেপার প্রিন্টেড ভার্সনে, এমনকি আয়নায় দাঁড়ালেও দেখি। কিন্তু এই Self Image মানে কিন্তু নিজেকে কেবল বাহ্যিকভাবেই দেখা নয়, ভেতর থেকে দেখাও। সহজ করে বলতে গেলে আমি

Excessive obstinacy of the child: What is the real secret
আমরা রক্ত-মাংসের মানুষ বলেই আমাদের বিভিন্ন ধরনের আবেগ-অনুভূতি থাকে। আমরা কখনো রাগ করি, কখনো খুশি হই, কখনো কাঁদি, কখনো আবার হাসি। এসবই স্বাভাবিক। একটি শিশুও তো আমাদের বড়দেরই মতো রক্ত-মাংসের তৈরি অনুভূতিসম্পন্ন মানুষ। তাহলে সে রাগ করলে, কাঁদলে আমরা কেন সেটাকে স্বাভাবিক ভাবতে পারিনা? আমাদের বড়দের যখন খুব রাগ হয়